ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম 2026 সম্পর্কে সঠিক তথ্য পেতে আপনাকে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। ইতালির ভিসা আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে সঠিক আবেদন ফরমটি ডাউনলোড করতে হবে।

ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালিতে যাওয়ার আগে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপটি হলো ইতালি ভিসা ফরমটি সঠিকভাবে পূরণ করা। অনেকে এই ভিসা ফরমটি নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়- ফরমটি কোথায় পাওয়া যাবে, কিভাবে পূরণ করতে হবে আরো কতো কি। এই আর্টিকেলে আমরা ইতালি ভিসা আবেদন ফরম 2026 নিয়ে খুঁটিনাটি বিস্তারিত এমনভাবে আলোচনা করব যেন আপনার সকল বিভ্রান্তি দূর হয়ে যায়। 

পেজ সূচিপত্র: ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৫ সম্পর্কে আগে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে তারপর ভিসার জন্য আবেদন করতে হবে। ইতালির ভিসা প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হলো ভিসা আবেদন ফরম পূরণ করা। এই ফরম ছাড়া কোন ভিসা আবেদন গ্রহণ করা হয় না। এই ফরমটি একটি অফিসিয়াল ডকুমেন্ট। যেখানে ইতালির ভিসা আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, পাসপোর্ট তথ্য, আর্থিক অবস্থা ও অন্যান্য সকল তথ্য পূরণ করতে হয় বা লিখতে হয়। ইতালির ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য সবার প্রথমে আপনাকে ইতালির ভিসা আবেদন ফরমটি সংগ্রহ করে নিতে হবে।

আরো পড়ুন:  সৌদি আরবে টুরিস্ট ভিসা ফি ফর বাংলাদেশী

আপনি চাইলে খুব সহজেই ইতালি ভিসা আবেদন ফরমটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এ ফরমটি সাধারণত ইংরেজি বা ইতালি ভাষায় হয়ে থাকে। 2026 সালে ইতালি ভিসা আবেদন ফরম যেখানে পাবেন: 

১. সরাসরি ভিসা সেন্টার থেকে

২. ইতালির এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট

৩. VFS Global ওয়েবসাইট  থেকে

ইতালি ভিসা সম্পর্কে জানুন

ইতালি ভিসা কি?- সে সম্পর্কে আমাদের জানতে হবে। ইতালি ভিসা হচ্ছে এমন একটি অনুমতিপত্র যার মাধ্যমে আপনি ইতালিতে প্রবেশ, বসবাস এবং ভ্রমণ করতে পারবেন। যেহেতু ইতালির ভিসা Schengen Zone এর অন্তর্ভুক্ত। তাই ইতালির ভিসা হাতে পেতে হলেন নির্দিষ্ট কিছু শর্তে অন্যান্য শেনজেন দেশেও ভ্রমণ করা যায়। ইতালি ভিসা বিভিন্ন ধরনের হতে পারে নিচে তার প্রকারভেদ দেওয়া হলো: 

শেনজেন ভিসা: মূলত ইতালির ভিসা Schengen Zone এর অন্তর্ভুক্ত হওয়ায় এ ভিসার মাধ্যমে অন্যান্য শেনজেন দেশেও ভ্রমণ করা যায়। এটি সাধারনত স্বল্প মেয়াদী ভিসা যার মেয়াদ ৯০ দিন হয়ে থাকে।

ওয়ার্ক ভিসা: আপনি যদি কোনো কাজের জন্য ইতালিতে যেতে চান তাহলে আপনাকে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র কাজের উদ্দেশ্যে এ ভিসার মাধ্যমে আপনি ইতালি যেতে পারবেন। ইতালিতে কাজের জন্য সবথেকে বেশি আবেদন করা হয় এ ভিসায়।

 টুরিস্ট ভিসা: শিল্প সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনৈতিক অগ্রগতির দেশ হওয়ার কারণে পর্যটকদের কাছে ইতালি অনেক জনপ্রিয় একটি দেশ। যারা ইতালিতে শুধুমাত্র ভ্রমণ করতে যাবে এই টুরিস্ট ভিসা শুধুমাত্র তাদের জন্য।

স্টুডেন্ট ভিসা: এ ভিসার মাধ্যমে আপনি ইতালির বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করতে পারবেন। স্টুডেন্ট ভিসা সাধারণত শিক্ষার্থীদের জন্য। 

ফ্যামিলি ভিসা: এটি মূলত ইতালিতে পরিবারের সদস্যদের সাথে থাকার জন্য ভিসা। এ ভিসার মাধ্যমে ইতালিতে গিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে থাকতে পারবেন।

বিজনেস ভিসা: এটি মূলত ব্যবসা কেন্দ্রিক ভিসা। এই ভিসার মাধ্যমে আপনি ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য ইতালিতে গিয়ে অবস্থান করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্যর কাজ সম্পন্ন করতে পারবেন।

ইতালি ভিসা আবেদন করার সহজ নিয়ম

ইতালি ইউরোপের একটি সুন্দর ও উন্নত দেশ হাওয়ায় ভ্রমণ কিংবা পরিবারের সাথে থাকার জন্য প্রতিবছর বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশের মানুষ ইতালিতে পাড়ি জমায়। তবে ইতালিতে যেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ তা হলো ইতালির ভিসার জন্য আবেদন করা। সঠিক নিয়ম জানা থাকলে ইতালির জন্য ভিসা আবেদন করা অনেক সহজ হয়ে যায়। নিচে ইতালির ভিসা আবেদন করার প্রক্রিয়া সহজভাবে উপস্থাপন করা হল:

ভিসার ধরন ঠিক করা: ভিসার জন্য আবেদন করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কেন ইতালিতে যেতে চান। কারণ ভিসার ধরন অনুযায়ী ফরম ও কাগজপত্র আলাদা হয়ে থাকে। এজন্য সর্বপ্রথম আপনাকে ভিসার ধরন ঠিক করতে হবে।

ভিসা আবেদন ফরম সংগ্রহ: আমরা ইতোপূর্বেই জেনেছি যে, ইতালির ভিসা আবেদন ফরমটি  সরাসরি ভিসা সেন্টার, ইতালির এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা VFS Global ওয়েবসাইট  থেকে সংগ্রহ করা যায়। 

ভিসা আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করা: এ ভিসা ফরমটি সাধারণত ইংরেজি বা ইতালিয়ান ভাষায় থাকে। এজন্য ফরমটি পূরণ করার সময় খুব সতর্ক থাকতে হবে। সকল তথ্য অবশ্যই সত্য এবং সঠিক হতে হবে। ভিসা ফরমটিতে সাধারণত যে তথ্যগুলো দিতে হয় তা হলো:

১) পাসপোর্ট অনুযায়ী পুরো নাম

২) জন্মতারিখ

৩) জন্মস্থান

৪) জাতীয়তা

৫) বৈবাহিক অবস্থা

৬) পাসপোর্ট নাম্বার

৭) ভ্রমণের উদ্দেশ্য

৮) ইতালিতে থাকার সময়কাল

৯) থাকার ঠিকানা

ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি

যেকোনো দেশের ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কিছু কিছু কাগজপত্রের আবশ্যকতা রয়েছে। তবে এসব কাগজপত্র ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে কিছু কাগজপত্র আছে যা সব ভিসার ক্ষেত্রেই প্রয়োজন হয়। ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো:

১) বৈধ পাসপোর্ট

২) ভিসা আবেদন ফরম

৩) পাসপোর্ট সাইজ ছবি

৪) জাতীয় পরিচয় পত্রের কপি

৫) ব্যাংক স্টেটমেন্ট 

৬) হোটেল বুকিং এর কাগজপত্র

৭) ভ্রমণ পরিকল্পনার কাগজপত্র

৮) রিটার্ন বুকিং টিকিট

৯) মেডিকেল সার্টিফিকেট

১০) পুলিশ ক্লিয়ারেন্স

১১)  চাকরি বা ব্যবসার কাগজপত্র

এসব ছাড়াও আরো কাগজপত্রের প্রয়োজন হতে পারে। আগেই উল্লেখ করা হয়েছে যে, ভিসার ধরনের উপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্রের ধরন ভিন্ন হবে।

ইতালি ভিসা ফি: ভিসার ধরনের উপর যেমন প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হয়ে থাকে, ঠিক তেমনি ভিসার ধরন অনুযায়ী ভিসার ফি ও আলাদা হয়ে থাকে। তবে সাধারণত শেনজেন ভিসার (স্বল্পমেয়াদি) ক্ষেত্রে ৯০ ইউরো এবং দীর্ঘমেয়াদী ভিসার  ক্ষেত্রে ১১৬ ইউরো (১৪,০০০-১৫,০০০) বা এর থেকেও বেশি হতে পারে। এর সাথে VFS Global সার্ভিস ও অন্যান্য খরচ যুক্ত হয়। যা ভিসার খরচকে আরো বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে, মূল ভিসা ফি সাধারনত ইতালি কারেন্সিতে দিতে হয় যা বর্তমান বিনিময় হার টাকা হিসেবে পরিশোধ করতে হয়। এজন্য ইতালির কারেন্সির উপর নির্ভর করে ইতালি ভিসা ফি কম বেশি হতে পারে।

ভিসা ফরম পূরণে সাধারণ ভুল এবং রিজেকশন এড়ানোর উপায়

আপনি যখন ভিসা আবেদন ফরমটি পূরণ করবেন তখন খুব সাবধানতার সাথে এটি পূরণ করতে হবে। আবেদনকারীরা অনেক সময় না বুঝে এসব ভুল করে থাকে। সাধারণত আবেদন ফরমটি পূরণের সময় আবেদনকারীরা যেসব ভুল করে থাকে: বানান ভুল, ভুল তারিখ দেয়া, পাসপোর্ট অনুযায়ী নাম না লেখা, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেয়া, অসম্পূর্ণ তথ্য ইত্যাদি।

ভিসা রিজেকশন এরানোর উপায়: ভিসা আবেদনকারী সামান্য কিছু ভুলের কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে থাকে। ভিসা রিজেকশনের জন্য উপরে আলোচনাকৃত ভুলগুলো অন্যতম। ভিসা রিজেকশন এড়ানোর উপায় গুলো হলো: ফেক ডকুমেন্ট ব্যবহার করবেন না, ভিসা আবেদন ফরম পূরণের সময় বানান ভুল করা যাবেনা, সব তথ্য সত্য ও পরিষ্কারভাবে লিখুন, আবেদন ফরমে কোন কাটাকাটি করা যাবে না এবং সবশেষে একই সাথে সব কাগজপত্র জমা দিতে হবে।

ইতালির ভিসা আবেদন ফরম জমা ও প্রসেসিং প্রক্রিয়া

ইতালির ভিসা আবেদন ফরম জমা দেওয়ার প্রক্রিয়া: অনলাইনে এপয়েন্টমেন্ট নিয়ে ফরম পূরণ করা, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা, ভিসা ফি পরিশোধ করা, বায়োমেট্রিক দেওয়া, ইন্টারভিউ দেওয়া যদি তা প্রয়োজন হয়। তারপর সেই আবেদন ফরমটি VFS Global ভিসা সেন্টারে জমা দেয়া। বাংলাদেশ থেকে ইতালি ভিসা আবেদন ফরম সরাসরি এম্বাসিতে জমা দেয়া যায় না। এজন্য আপনাকে VFS Global এই অফিশিয়াল ভিসা সেন্টারে গিয়ে ভিসা ফরমটি জমা দিতে হবে। 

ইতালির ভিসা প্রসেসিং প্রক্রিয়া: ভিসা আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই ভিসা আবেদন ফরম ইতালিতে পাঠানো হয়। তারপর এই ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত সময় লাগতে পারে। ভিন্ন ধরনের ভিসার উপর নির্ভর করে সময়ও কম বেশি লাগতে পারে। তবে সাধারণত 14 থেকে 30 দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় ভিসা অনুমোদিত হয়ে গেলে আপনি কিছুদিনের মধ্যে আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। VFS Global ভিসা সেন্টারে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।

ইতালি ভিসা আবেদনের জন্য গুরুত্বপূর্ণ লিংক এবং নোটিশ

অনেকে অনলাইনে ভিসা আবেদনের জন্য বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে গিয়ে প্রতারণা শিকার হয়। এজন্য আপনাকে সঠিক ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। আপনি খুব সহজে যেন ইতালি ভিসার আবেদন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় কিছু লিংক নিচে দেয়া হলো:

অফিসিয়াল ইতালি ভিসা আবেদন ওয়েবসাইট: https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa 

আপনার ভিসা চেক করার লিংক: https://visa.vfsglobal.com/bgd/en/ita/track-application

ইতালির দূতাবাস অফিসিয়াল সাইট: https://ambdhaka.esteri.it/it/

ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু নোটিশ

১) ওয়ার্ক ভিসার ক্ষেত্রে প্রথমে মূল পাসপোর্ট জমা দেয়া প্রয়োজন হয় না। শুধু স্ক্যান ও ফটোকপি জমা দিয়ে প্রাথমিক আবেদন করা যাবে।

২) জাল বা ভুয়া ডকুমেন্ট দাখিল করা যাবে না।

৩) মধ্যস্থ বা দালাল এর মাধ্যমে আবেদন করবেন না

ইতালির ভিসা কিভাবে চেক করবেন

অনলাইনের মাধ্যমে ভিসা চেক করার কিছু সহজ নিয়ম রয়েছে। ভিসা চেক করার প্রয়োজন হলে তখন আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন। আপনার ভিসাটি চেক করার সবথেকে সহজ উপায় হল VFS ট্রাকিং সিস্টেম। কিভাবে ট্রাকিং সিস্টেমের মাধ্যমে আপনার ভিসা চেক করবেন তার নিচে ধাপে ধাপে দেখানো হলো:

VFS ভিসা ট্রাকিং ওয়েবসাইট ভিজিট করুন: আপনার ভিসা চেক করার জন্য আপনাকে VFS ভিসা ট্রাকিং ওয়েবসাইট (https://visa.vfsglobal.com/bgd/en/ita/track-application) ভিজিট করতে হবে। এটি মূলত তাদের ভিসা চেক করার জন্য প্রধান ওয়েবসাইট।

প্রয়োজন অনুযায়ী তথ্য লিখুন: ভিজিট করলে আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে track your application। এই অপশন এ ক্লিক করে আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে যেমন: আপনার ট্রাকিং আইডি, আপনার ডেথ অফ বার্থ, তারপর Submit অথবা Track বাটনে ক্লিক করতে হবে।

ভিসার বর্তমান অবস্থা দেখুন: প্রয়োজনীয় তথ্য সাবমিট করা হয়ে গেলে স্ক্রিনে আপনার ভিসার স্ট্যাটাস দেখাবে। এভাবে আপনি খুব সহজেই আপনার ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

শেষ কথা: ইতালি ভিসা আবেদন ফরম 2026

ইতালি ভিসা আবেদন ফরম 2026 সঠিকভাবে পূরণ করা ভিসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ ধাপ পার হতে পারলে ভিসা পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। অনেকেরই স্বপ্ন থাকে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমানোর। অবশ্যই অফিশিয়াল সাইট থেকে আপনার ভিসার জন্য আবেদন করবেন। আর এজন্য আপনাকে সকল নিয়ম মেনে সঠিক ভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করার পূর্বে আপনাকে সকল তথ্য সঠিকভাবে জানার জন্য অনুরোধ করা হলো।কারণ ভুল তথ্য প্রদান করলে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা থাকে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।