২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন

২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন এবং সাজিয়ে নিন আপনার এ বছরের সকল পরিকল্পনা। সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার ২০২৬ সালের সকল সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। 

২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন


২০২৬ সালের সব মিলিয়ে সরকারি ছুটি আছে ২৮ দিন।  ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপনটি জারি করে। এই প্রজ্ঞাপনে সাধারণত সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটির উল্লেখ থাকে। আমরা ২০২৬ সালের সরকারি বেসরকারি এবং সকল ধর্মের ধর্মীয় উৎসবগুলোর ছুটির তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পেজ সূচিপত্র: ২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন

২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন

জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের ৯ই নভেম্বর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে।উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালে সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এই ২৮ দিনের মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি,
সাপ্তাহিক ছুটির পাশাপাশি একজন কর্মচারীকে ঐচ্ছিক ছুটি প্রদান করা যেতে পারে। একজন কর্মকর্তা তার কর্মচারীকে ধর্ম অনুযায়ী কমপক্ষে ৩ দিন ঐচ্ছিক ছুটি দিতে পারেন। প্রতিবছরই সরকারের পক্ষ থেকে ছুটির একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সরকার থেকে নির্ধারণ করা হয়েছে যে ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এ ছুটি পালন করবে। সরকারি ছুটির পাশাপাশি বিভিন্ন অফিসে বেসরকারি ছুটির ব্যবস্থা থাকে। আমাদের কর্মব্যস্ত জীবনে ছুটির দিনগুলো স্বস্তি বয়ে নিয়ে আসে। তাই বছরের শুরুতে আমরা ছুটির দিনগুলো সম্পর্কে জেনে নিতে পারি। এ আর্টিকালে ২০২৬ সালের সরকারি, বেসরকারি এবং সব ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলোর ছুটির তালিকা নিয়ে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির প্রকারভেদ ও মোট সংখ্যা

সরকার ২০২৬ সালের ছুটির জন্য যে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তার অন্তর্ভুক্ত হলো সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ,পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য)। সাধারণত সরকারি সকল ছুটি সর্বস্তরের কর্মচারীদের জন্য নির্ধারিত। আর ঐচ্ছিক ছুটি গুলো মূলত সংশ্লিষ্ট ধর্মের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি সাপেক্ষে ভোগ করতে পারেন। 

সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৪ দিন। সর্বমোট ২৮ দিন ছুটি থাকবে ২০২৬ সালে। ২৮ দিন ছুটির মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। এর মধ্যে সাধারণ ছুটির ৭ দিন এবং নির্বাহী আদেশে ছুটির ৪ দিন সাপ্তাহিক ছুটি থকবে। ছুটি ব্যতীত একজন কর্মচারী তার কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তিন দিন ঐচ্ছিক ছুটি লাভ করতে পারে। সেই ৩ দিনের ছুটি কর্মচারীদের ধর্মীয় উৎসব অনুযায়ী বিবেচনা করা হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখে নিন

২০২৬ সালের সাধারণ সরকারি ছুটি মোট ১৪ দিন। যা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস দিয়ে। ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১ দিন ছুটি থাকবে। এরপর মার্চ মাসে সাধারণ সরকারি ছুটি থাকছে ৩ দিন। এ মাসের ২০ মার্চ, শুক্রবার জমাতুল বিদা (ছুটি ১ দিন), ২১ শে মার্চ ঈদ-উল-ফিতর (ছুটি ১ দিন), ২৬ শে মার্চ, বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস (ছুটি ১ দিন)।তারপর, ১৩ই এপ্রিল, সোমবার চৈত্র সংক্রান্তি (ছুটি ১ দিন)। আবার মে মাসে ছুটি থাকছে মোট ৩ দিন। ১ মে, শুক্রবার মে দিবস (ছুটি ১ দিন), ১ মে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা (ছুটি ১ দিন), ২৮ মে বৃহস্পতিবার ঈদ-উল-আযহা (ছুটি ১ দিন)। 

২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন

আগস্ট মাসে ছুটি থাকছে ২ দিন। ৫ই আগস্ট, বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস (ছুটি ১ দিন), ২৬ আগস্ট, বুধবার ঈদ-ই-মিলাদুন্নবী (ছুটি ১ দিন)। ৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী (ছুটি ১ দিন)। ২১ অক্টোবর, বুধবার দুর্গাপূজা বিজয়া দশমী (ছুটি ১ দিন)। সবশেষে ডিসেম্বর মাসে মোট ছুটি থাকছে ২ দিন। ২৬ শে ডিসেম্বর, বুধবার বিজয় দিবস (ছুটি ১ দিন), ২৫ ডিসেম্বর শুক্রবার যীশু খ্রীষ্টের জন্মদিন বা বড়দিন (ছুটি ১ দিন)। সর্বমোট এই ১৪ দিন হলো সাধারন সরকারি ছুটি। 
বি.দ্র: মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল

২০২৬ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা

২০২৬ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটি মোট ১৪ দিন। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি, বুধবার শব-ই-বরাত (ছুটি ১ দিন)। নির্বাহী আদেশে মার্চ মাসে আরও ছুটি থাকছে ৫ দিন। ১৭ মার্চ মঙ্গলবার শব-ই-ক্বদর (ছুটি ১ দিন)। ঈদ-উল-ফিতরের পূর্বে ২ দিন এবং পরে ছুটি থাকছে ২ দিন (১৯ মার্চ, বৃহস্পতিবার; ২০ মার্চ, শুক্রবার এবং ২২ মার্চ, রবিবার; ২৩ মার্চ, সোমবার)। বাংলাদেশের মানুষ খুব ধুমধাম এর সহিত পহেলা বৈশাখ পালন করে থাকে। এর জন্য ছুটি থাকছে মাত্র ১ দিন যা ১৪ এপ্রিল, মঙ্গলবার নববর্ষ (ছুটি ১ দিন)।

এরপর  ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি থাকছে একটানা ৫ দিন। ২০২৬ সালে ঈদ-উল-আযহার পূর্বে ও 348পরে মিলে এ ৫ দিন ছুটি থাকছে ( ২৬ মে, মঙ্গলবার; ২৭ মে, বুধবার এবং ২৯ মে, শুক্রবার; ৩০ মে, শনিবার; ৩১ মে,  রবিবার)। ২৬ জুন, শুক্রবার রয়েছে আশুরার জন্য ছুটি (১ দিন)। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে ছুটি (১ দিন)। এই ছুটির দিনগুলো সাধারণত নির্বাহী আদেশে সরকারি ছুটি। কিছু কিছু নির্বাহী ছুটির আগে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার পড়ার কারণে একজন কর্মচারী অনায়াসে দীর্ঘ ছুটি কাটাতে পারবেন। এই ছুটির মধ্যে বন্ধু-বান্ধব, পরিবারকে সময় দিতে পারবেন।

২০২৬ সালের ঐচ্ছিক ছুটি (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ)

২০২৬ সালের সরকারি ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটি রয়েছে মোট ৩১ দিন। তবে সেই ছুটির পরিমাণ ধর্মভিত্তিকভাবে আলাদা। মুসলিম কর্মচারীদের জন্য ৫ দিন, হিন্দু কর্মচারীদের জন্য ৯ দিন, খ্রিস্টান কর্মচারীদের জন্য ৮ দিন, বৌদ্ধ কর্মচারীদের জন্য ৭ দিন এবং পার্বত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ২ দিন।

মুসলিম কর্মচারীদের ঐচ্ছিক ছুটি: ২০২৬ সালের ১৭ জানুয়ারি, শনিবার শব-ই-মিরাজ; ২৪ মার্চ, মঙ্গলবার ঈদ-উল-ফিতর (ঈদের পরের তৃতীয় দিন); ০১ জুন, সোমবার ঈদ-উল-আযহা (ঈদের পরের চতুর্থ দিন); ১২ আগস্ট, বুধবার আখেরি চাহার সোম্বা; ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ফাতেহা-ই-ইয়াজদাহ। এই মোট ৫ দিন মুসলিম কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে। 

হিন্দু কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ২০২৬ সালের ১৩ই জানুয়ারি, শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা; ১৫ ফেব্রুয়ারি, রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত; ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা; ১৭ মার্চ, মঙ্গলবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব; ১০ অক্টোবর, শনিবার মহালয়া; ১৮ অক্টোবর, রবিবার ও ১৯ অক্টোবর, সোমবার শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী); ২৫ অক্টোবর, রবিবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা; ৮ নভেম্বর, রবিবার শ্রী শ্রী শ্যামা পূজা। এই মোট ৯ দিন হিন্দু কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে।

খ্রিস্টান কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ২০২৬ সালের ০১ জানুয়ারি, বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ; ১৮ ফেব্রুয়ারি, বুধবার ভস্ম বুধবার; ২ এপ্রিল, বৃহস্পতিবার পূণ্য বৃহস্পতিবার; ৩ এপ্রিল, শুক্রবার পুণ্য শুক্রবার; ০৪ এপ্রিল, শনিবার পুণ্য শনিবার; ৫ এপ্রিল, রবিবার স্টার সানডে; ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ও ২৬ ডিসেম্বর, শনিবার যিশুখ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন)। এই মোট ৮ দিন খ্রিস্টান কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে।
বৌদ্ধ কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ২০২৬ সালের ০১ ফেব্রুয়ারি, রবিবার মাঘী পূর্ণিমা; ১৩ এপ্রিল, সোমবার চৈত্র সংক্রান্তি; ৩০ এপ্রিল, বৃহস্পতিবার ও ০২ মে, শনিবার বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন); ২৯ জুলাই, বুধবার আষিঢ়ী পূর্ণিমা; ২৬ সেপ্টেম্বর, মধু পূর্ণিমা(ভাদ্র পূর্ণিমা); ২৫ অক্টোবর, রবিবার প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)। এই মোট ৭ দিন বৌদ্ধ কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি রয়েছে।

পার্বত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ঐচ্ছিক ছুটি: ২০২৬ সালের ১২ এপ্রিল, রবিবার এবং ১৫ এপ্রিল, বুধবার এই ২ দিন বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ-সামাজিক উৎসব উপলক্ষে ছুটি থাকবে।

শেষ কথা: ২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন

২০২৬ সালের সকল ছুটির দিন এক নজরে দেখুন এবং আপনার ব্যস্ত জীবনটাকে পরিবার, বন্ধু-বান্ধব দের সাথে ছুটিতে কাটানোর পরিকল্পনা করুন। ক্যালেন্ডারের ছুটির দিনগুলো আমাদের জীবনের ব্যস্ততার মাঝে একটু বিশ্রাম নেয়ার সুযোগ করে দেয়। তবে ছুটি শুধু বিশ্রামের সময় নয় বরং পরিবার, আত্মীয়স্বজন ও প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর এক মূল্যবান উপলক্ষ। সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব ছুটিকে কাজে লাগিয়ে আমরা মানসিক শান্তি, সামাজিক বন্ধন ও জীবনের আনন্দকে আরও সমৃদ্ধ করতে পারে। আশা করা যায়, এই ছুটির তালিকা আপনাকে ২০২৬ সালের পুরো বছরটি সুন্দরভাবে গুছিয়ে নিতে সহায়তা করবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।