তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? - বিস্তারিত জানতে পড়ুন

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? এ প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই অজানা। ধর্মপ্রাণ মুসলিমদের এ প্রশ্নের উত্তর জানা অত্যন্ত জরুরী। তাহাজ্জুদ সাধারণত একটি নফল ইবাদত। তবে তাহাজ্জুদের নামাজ সুন্নত ইবাদতেরও অন্তর্ভুক্ত।

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? - বিস্তারিত জানতে পড়ুন

পবিত্র কোরআনে আল্লাহ তা'য়ালা বলেন, "রাত্রের কিছু অংশ তাহাজ্জুদসহ জাগ্রত থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত" - সূরা বনী ইসরাঈল, আয়াত ৭৯। তাহাজ্জুদ নামাজ নফল নাকি সুন্নত এ সম্পর্কে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হলো।

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল?

তাহাজ্জুদ নামাজ নফল হলেও এটি সু্ন্নত নামাজের অন্তর্ভুক্ত। তাহাজ্জুদের নামাজ নফল ও সুন্নত ইবাদত হওয়ার কারণ শরিয়তের পরিভাষায় বর্ণনা করা হলো :

তাহাজ্জুদ নামাজ নফল: ফরজ ও ওয়াজিবের বাহিরে যত ইবাদাত আছে তার সবই নফল ইবাদতের অন্তর্ভুক্ত। নফল শব্দের অর্থ অতিরিক্ত। যেহেতু তাহাজ্জুদের নামাজ ফরজ না এজন্য এটি একটি নফল ইবাদত। মহান আল্লাহ তা'আলা পাঁচ ওয়াক্ত নামাজকে মুসলমানদের জন্য ফরজ ঘোষণা করেছেন। এছাড়া যত সালাত আছে সমস্ত কিছুই নফল বা অতিরিক্ত।

আরো পড়ুন :তাহাজ্জুদ নামাজের নিয়ত, নিয়ম ও ফজিলত

তাহাজ্জুদ নামাজ সুন্নত: মহানবী (স.) যেসব ইবাদাত ও আমল নিজে করতেন ও সাহাবিগণদের করার জন্য বলতেন সেসব ইবাদাত ও আমলগুলোই মূলত সুন্নত। যেহেতু মহানবী (স.) তাহাজ্জুদের নামাজ খুব গুরুত্ব দিয়ে আদায় করতেন এবং সাহাবীদেরও তা আদায় করতে উৎসাহিত করতেন এজন্য এটি একটি সুন্নত।এজন্য তাহাজ্জুদের নামাজ সুন্নতেরও অন্তর্ভুক্ত। এটি মূলত নফল কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়ার কারণে এটি সুন্নতও হয়ে যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Jafor Sadik
Md. Jafor Sadik
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও টেক ভার্স ইনফোর Owner। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছি।